Monday, January 26, 2026
ADS
Homeসকল সনদঅবিবাহিত সনদ পত্র

অবিবাহিত সনদ পত্র

অবিবাহিত সনদ পত্র মুলুত সকল ধরনের বাহিনীতে চাকরির জন্য দরকার হয়। এটি মুলুত দেয়া হয় আবেদন কারী অবিবাহিত কিনা তা যাচাইয়ের জন্য । যে সকল চাকরিতে অবিবাহিতরা শুধু চাকরির জন্য আবেদন করতে পারবে তাদের জন্য অবিবাহিত সনদ পত্র । সকল অবিবাহিত সনদ পত্রের ফরম্যাট একেবারে এক । তবে স্থানে ভেদে কিছুটা পরিবর্তন হতে পারে । আপনাদের এমন অবিবাহিত সনদ পত্রের ফরম্যাট দেয়া হবে যা দিয়ে খুব সহজে অবিবাহিত সনদ করতে পারবেন ।

অবিবাহিত সনদ পত্র । obibahito sonod potro

আমাদের দেয়া অবিবাহিত সনদ পত্রের ওয়ার্ড ফাইল টি দিয়ে যে কোন সরকারি বা বেসরকারি চাকরির জন্য ব্যবহার করতে পারবেন । খুব সুন্দর ভাবে গোছানো রয়েছে । আপনি আপনার নিজের নাম,স্থান,ওয়ার্ড, ইউনিয়ন, জেলা, উপজেলা সঠিক ভাবে বসিয়ে নিবেন। তারপরে আপনার চেয়ারম্যান বা কাওউন্সিলের কাছ থেকে স্বাক্ষর নিবেন ।

অবিবাহিত সনদপত্র

এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে, ………………….., পিতা – ………………………., মাতা-  ……………………….., গ্রামঃ ……………….., ডাকঘর: গৌরীচন্না……………………, ওয়ার্ড নং-………., …………ইউনিয়ন, উপজেলাঃ……………………, জেলা:……………………… | সে ব্যক্তিগত ভাবে আমার পরিচিত । সে অত্র ইউনিয়নের একজন স্থায়ী বাসিন্দা । আমি জানি সে কোন প্রকার বিবাহ বন্ধনে আবদ্দ হয় নাই । আমি জানামতে তাহার স্বভাব চরিত্র ভাল ।

       আমি তাহার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি।       

উপরের দেয়া লিংকের মাধ্যমে খুব সহজে আপনি চাইলে অবিবাহিত সনদপত্র সংগ্রহ করে প্রিন্ট করে আপনার কাজে লাগাতে পারবেন ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments