আপনি যদি কোন ইউনিয়নের বাসিন্দা হয়ে থাকেন তাহলে ইউনিয়ন পরিষদের মৃত্যু সনদ সম্পর্কে জেনে থাকবেন। মুলুত ইউনিয়ন পরিষদের মৃত্যু সনদ টা আসলে কি তা নিয়ে অনেকের অনেক প্রশ্ন থাকতে পারে । আজকের এই পোস্টে আপানাদের সাথে ইউনিয়ন পরিষদের মৃত্যু সনদ কি । কিভাবে ইউনিয়ন পরিষদের মৃত্যু সনদ লিখবেন সাথে ইউনিয়ন পরিষদের মৃত্যু সনদ লেখার নমুনা শেয়ার করব । যার মাধ্যমে আপনি খুব সহজে ইউনিয়ন পরিষদের মৃত্যু সনদ লিখতে পারবেন।
ইউনিয়ন পরিষদের মৃত্যু সনদ কিভাবে লিখতে হয়
ইউনিয়ন পরিষদের মৃত্যু সনদ লেখার নির্দিষ্ট একটি নিয়ম আছে । আপনি যদি একটি মৃত্যু সনদ লিখতে চান, তাহলে আপনাকে অবশই নিয়ম অনুসরণ করতে হবে । যেমন ইউনিয়নের একটি নির্দিষ্ট একটি ফরমেট রয়েছে সেটি অনুসরন করতে হবে । পাশাপাশি ইউনিয়নের দেয়া নির্দিষ্ট প্যাডে লিখতে হবে । মৃত ব্যক্তির জন্ম নিবন্ধন সনদ (যদি থাকে) , মৃত ব্যক্তির পরিচয়পত্রের অনুলিপি (যেমন: জাতীয় পরিচয়পত্র, ভোটার আইডি কার্ড) । এগুলো সর্বদা সঠিক ভাবে দিতে হবে ।
উপরে আমরা আপনাদের জন্য একটি ইউনিয়ন পরিষদের মৃত্যু সনদ এর নমুনা শেয়ার করেছি । যা দিয়ে খুব সহজে আপনি একটি মৃত্যু সনদ খুব সহজে লিখতে পারবেন ।
ইউনিয়ন পরিষদের মৃত্যু সনদ Word Format
মৃত্যু সনদ
এই মর্মে মৃত্যু সনদ পত্র প্রদান করা যাইতেছে যে, বরগুনা সদর উপজেলাধীন । লইকবিডি ইউনিয়নের ..নং ওয়ার্ডের ….. গ্রামের মোঃ………. , পিতাঃ ………….., মাতাঃ মোসাঃ ……………… সে গত ২৮/০৮/২০১৮ ইং তারিখ রোজ মঙ্গলবার সকাল ৮ ঘটিকার সময় মৃত্যু বরন করেন। মৃত্যুর কারন ব্লাড ক্যান্সার । ইহা আমাদের জানা মতে সত্য ।
আমি তাহার রুহুর মাগফেরৎ কামনা করছি ।
স্বাক্ষর
চেয়ারম্যানের নাম
আপনাকে প্রয়োজনীয় তথ্য গুলো পরিবর্তন করে নিতে হাবে । যেমনঃ
- প্রথমে আপনার ইউনিয়নের নাম লিখতে হবে ।
- আপনার ডাকঘর,জেলা, উপজেলা, পরিবর্তন করতে হবে ।
- আবেদনকৃত ব্যক্তির নাম,পিতার নাম, মাতার নাম পরিবর্তন করে নিতে হবে ।
- ঠিকানাও পরিবর্তন করে নিতে হবে ।
- সর্বশেষ আপনার ইউনিয়নের চেয়ারম্যানের নাম ও জেলা,উপজেলার নাম লিখতে হবে ।
- আর হ্যাঁ প্রিন্ট করার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে সকল বানান সঠিক আছে কিনা ।
মৃত্যু সনদ Word Format |Bangla Death Certificate Word File
আপনারা যাতে মৃত্যু সনদ Word Format দিয়ে খুব সহজে মৃত্যু সনদ লিখতে পারেন তাই আপনাদের জন্য নিয়ে আসলাম । এই ওয়ার্ড ফাইল ফরমেট দিয়ে কিছু বিষয় পরিবর্তন করে আপনি কাজে লাগাতে পারবেন ।
উপরে Word Format এ ক্লিক করে খুব সহজে মৃত্যু সনদ ওয়ার্ড ফাইল পেয়ে যাবে । ওয়ার্ড ডাউনলোড করে নিজে মত ব্যবহার করুন ।
আশা করি আজকের পোস্টটি আপনাদের অনেক উপকারে আসবে । যদি আজকের এই মৃত্যু সনদ Word Format টি উপকারে আসে তাহলে অবশ্যই আমাদের এই পোস্টি শেয়ার করবেন ।