প্রতিবন্ধী প্রত্যয়ন পত্র

প্রতিবন্ধী প্রত্যয়ন পত্র সাধারণত প্রতিবন্ধীদের জন্য হয়ে থাকে। যা ইউনিয়ন পরিষদ থেকে দেয়া হয়।কিভাবে আপনি প্রতিবন্ধী সনদ পত্র লিখবেন টা আজকের পোস্টে আপনাদের জানানো হবে ।

প্রতিবন্ধী প্রত্যয়ন পত্র

প্রতিবন্ধী সনদ পত্র

এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে, ………………….., পিতা – ………………………., মাতা-  ……………………….., গ্রামঃ ……………….., ডাকঘর:……………………,ওয়ার্ড নং-………., …………ইউনিয়ন, উপজেলাঃ……………………, জেলা:…………………….. । সে  নং ………………….. ইউনিয়নের ………………… নং ওয়ার্ডের একজন স্থায়ী বাসিন্দা এবং জন্মসুত্রে বাংলাদেশের নাগরিক। আমার জানামতে সে একজন সৎ ও মেধাবী ছাত্র এবং  শারিরিক প্রতিবন্ধী  ইহা সত্য । সে কোন প্রকার রাষ্ট্রদ্রোহি কার্যকলাপের সহিত জড়িত নই।

       আমি তাহার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি।

                                                                                         চেয়ারম্যান

                                                                                      ………… ইউনিয়ন পরিষদ

                                                                                       ……………., ……………… ।

Leave a Comment