Friday, December 12, 2025
ADS
Homeসকল সনদচারিত্রিক সনদ পত্র

চারিত্রিক সনদ পত্র

আমাদের বিভিন্ন কাজে বিভিন্ন সনদের দরকার হয় । সে সকল সনদের মধ্য চারিত্রিক সনদ পত্র অন্যতম । যে প্রায় সকল ক্ষেত্রে দরকার হয়। বিশেষ করে কোন চাকরি বা বড় কোন কাজে। আজকে আপনাদের সাথে শেয়ার করব চারিত্রিক সনদ পত্র লেখার নিয়ম এবং চারিত্রিক সনদ পত্র এর pdf ফরম্যাট ।

চারিত্রিক সনদ পত্র

চারিত্রিক সনদ লেখার কিছু নিয়ম রয়েছে । এই নিয়ম গুল অনুসরন না করলে চারিত্রিক সনদ পত্র পুরোপুরি সঠিক হবে না। যেমন চারিত্রিক সনদ পত্র লেখা টি ২৬-২৮ ফ্রন্টের হতে হবে সাথে আন্ডার লাইন করে দিতে হবে ।

তার পরে লেখা শুরু করতে হবে ।

চারিত্রিক সনদ

এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে, ………………….., পিতা – ………………………., মাতা-  ……………………….., গ্রামঃ ……………….., ডাকঘর: গৌরীচন্না……………………, ওয়ার্ড নং-………., …………ইউনিয়ন, উপজেলাঃ……………………, জেলা:……………………… | তাকে আমি ব্যক্তিগত ভাবে চিনি ও জানি এবং জন্মসুত্রে বাংলাদেশের একজন নাগরিক।  আমার জানামতে সে রাষ্ট্র বা সমাজ বিরোধী কোন কাজকর্মের সাথে জড়িত নয়।  সে সৎ ও নৈতিক চরিত্রের অধিকারী ।

       আমি তাহার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি।


তারিখঃ(তারিখ দিবেন)

চেয়্যারম্যান বা কাউন্সিলর এর স্বাক্ষর
(স্বাক্ষর নিচের ডান দিকে দিতে হবে)

চারিত্রিক সনদ পত্র Word file

আসলে চারিত্রিক সনদ পত্রের ফরম্যাট প্রায় সব স্থানে প্রায় একই হয়ে থাকে । যার কারনে আপনাদের তেমন কোন কিছুর সংযোগ করার দরকার নাই । তাই আপানাদের আপনাদের সুবিধার জন্য চারিত্রিক সনদ পত্রের Word file নিচে দেয়া হল –

আশা করি আজকের পোস্টটি আপনাদের অনেক উপকারে আসছে । যদি আপনাদের উপকারে আসে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন । এমন আরও অনেক পোস্ট আমাদের ওয়েবসাইটে প্রতিনিয়তই দেয়া হয় । তা পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments