LMC8.4 Config File কি ? কিভাবে আপনি আপনার মোবাইলে LMC Config File সেট করবেন ।

আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই । LMC8.4 ক্যামেরা বর্তমান সময়ে বেশ জনপ্রিয় হচ্ছে । যার কারনে অনেকে এই LMC8.4 অনলাইন সার্চ করে থাকেন । আপনার যদি একটি মোবাইল থাকে তাহলে খুব সহজে আমাদের এই পোস্ট অনুসরণ করে LMC8.4 Config File সেট আপ করে পারবেন । যা দিয়ে আপনি খুব সুন্দর সুন্দর ফটো তুলতে পারবেন ।

LMC8.4 কি ?

LMC মুলত Gcam এর একটি মডিফাই ভার্সন যা LMC নামে মোড করা হয়েছে । আমরা জানি google pixel বরাবরই তাদের ক্যামেরা এর জন্য বেশ পরিচিত । Gcam গুগল কোম্পানি এমন ভাবে তৈরি করেছে যা ছবিকে অন্য মাত্রায় নিয়ে যায় । তবে মজার জিনিস হল, আপনি চাইলে Gcam আপনার মোবাইলে ব্যবহার করতে পারবেন LMC রুপে । আপনি যদি আপনার মোবাইলে স্টক ক্যামেরা দিয়ে ছবি তুলতে তুলতে বোঁর হয়ে যান, তাহলে LMC8.4 আপনার জন্য । LMC8.4 Config File কি ? কিভাবে আপনি আপনার মোবাইলে LMC Config File সেট করবেন । LMC Config File সেট প্রো লেভেলের ছবি তোলা সম্ভব ।

LMC Config File

LMC ক্যামেরার সবচেয়ে ভাল দিগ হল এর Config File । LMC Config File বা xml ফাইল Preset এর মত কাজ করে । xml বা LMC Config File দিয়ে খুব সুন্দর সুন্দর ছবি তোলা যায় । আপনি যদি এর আগে LMC Config File ব্যবহার করে না থাকেন, তাহলে আপনার একবার হলেও এটি ব্যবহার করা দরকার ।

LMC8.4 Config File

LMC ক্যামেরা এর সাথে Config File যেভাবে সেট আপ করবেন তা আপনাদের আজকের এই পোস্টে দেখাব । LMC8.4 কনফিগারেশন ফাইল সেট করার জন্য, আপনাকে নিচের দেয়া নিয়ম গুলো অনুসারন করতে হবে ।

  • প্রথমেই আপনাকে LMC8.4 অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করে নিতে হবে।
  • এরপর, আপনার ফোনের জন্য উপযুক্ত কনফিগারেশন ফাইল ডাউনলোড করুন।
  • আপনার ফোনের ফাইল ম্যানেজারে যান এবং “LMC8.4” নামে একটি ফোল্ডার তৈরি করতে হবে ।
  • ডাউনলোড করা কনফিগারেশন ফাইলটি “LMC8.4” ফোল্ডারে কপি করে পেস্ট করুন।
  • LMC8.4 অ্যাপটি খুলুন এবং সেটিংস-এ যান।
  • সেটিংস থেকে “কনফিগারেশন ফাইল লোড করুন” অপশনটি খুঁজে বের করবেন এবং ডাউনলোড করা কনফিগারেশন ফাইলটি সিলেক্ট করুন।
  • কনফিগারেশন ফাইলটি লোড হওয়ার জন্য অপেক্ষা করুন।
  • কনফিগারেশন ফাইলটি লোড হয়ে গেলে, আপনি ছবি তোলার জন্য প্রস্তুত।

Leave a Comment