অবিবাহিত সনদ পত্র

অবিবাহিত সনদ পত্র মুলুত সকল ধরনের বাহিনীতে চাকরির জন্য দরকার হয়। এটি মুলুত দেয়া হয় আবেদন কারী অবিবাহিত কিনা তা যাচাইয়ের জন্য । যে সকল চাকরিতে অবিবাহিতরা শুধু চাকরির জন্য আবেদন করতে পারবে তাদের জন্য অবিবাহিত সনদ পত্র । সকল অবিবাহিত সনদ পত্রের ফরম্যাট একেবারে এক । তবে স্থানে ভেদে কিছুটা পরিবর্তন হতে পারে । আপনাদের এমন অবিবাহিত সনদ পত্রের ফরম্যাট দেয়া হবে যা দিয়ে খুব সহজে অবিবাহিত সনদ করতে পারবেন ।

অবিবাহিত সনদ পত্র । obibahito sonod potro

আমাদের দেয়া অবিবাহিত সনদ পত্রের ওয়ার্ড ফাইল টি দিয়ে যে কোন সরকারি বা বেসরকারি চাকরির জন্য ব্যবহার করতে পারবেন । খুব সুন্দর ভাবে গোছানো রয়েছে । আপনি আপনার নিজের নাম,স্থান,ওয়ার্ড, ইউনিয়ন, জেলা, উপজেলা সঠিক ভাবে বসিয়ে নিবেন। তারপরে আপনার চেয়ারম্যান বা কাওউন্সিলের কাছ থেকে স্বাক্ষর নিবেন ।

অবিবাহিত সনদপত্র

এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে, ………………….., পিতা – ………………………., মাতা-  ……………………….., গ্রামঃ ……………….., ডাকঘর: গৌরীচন্না……………………, ওয়ার্ড নং-………., …………ইউনিয়ন, উপজেলাঃ……………………, জেলা:……………………… | সে ব্যক্তিগত ভাবে আমার পরিচিত । সে অত্র ইউনিয়নের একজন স্থায়ী বাসিন্দা । আমি জানি সে কোন প্রকার বিবাহ বন্ধনে আবদ্দ হয় নাই । আমি জানামতে তাহার স্বভাব চরিত্র ভাল ।

       আমি তাহার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি।       

উপরের দেয়া লিংকের মাধ্যমে খুব সহজে আপনি চাইলে অবিবাহিত সনদপত্র সংগ্রহ করে প্রিন্ট করে আপনার কাজে লাগাতে পারবেন ।

Leave a Comment